বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি । আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর থেকে । বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৫৫ জন কর্মীকে নিয়োগ দিবেন ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ ২৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে প্রকাশিত হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে সরকারি ওয়েবসাইট https://biman.gov.bd/ এবং http://bbal.teletalk.com.bd/ তে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলোর মধ্যে একটি। তাই যারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চাকরি করতে চান, তাদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সেরা হবে। আসুন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ অনুযায়ী আরও বিস্তারিত জেনে নিই।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, ২৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে www.biman.gov.bd ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ফ্লাইট স্টুয়ার্ডেস (মহিলা), ফ্লাইট স্টুয়ার্ড (পুরুষ) এবং নিরাপত্তা সহকারী পদে মোট ৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে। ফ্লাইট স্টুয়ার্ডেস (মহিলা), ফ্লাইট স্টুয়ার্ড (পুরুষ) এবং নিরাপত্তা সহকারী পদের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে ৩০ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১০:০০ টা থেকে এবং শেষ হবে ২৯ অক্টোবর ২০২৪ রাত ১১:৫৯ মিনিটে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ওয়েবসাইট http://bbal.teletalk.com.bd এর মাধ্যমে অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন।
চলুন ২০২৪ সালের ফ্লাইট স্টুয়ার্ডেস (মহিলা), ফ্লাইট স্টুয়ার্ড (পুরুষ) এবং সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে নিই। যেমন, মোট শূন্যপদের সংখ্যা, কোন জেলা থেকে কতজন নিয়োগ করা হবে, আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন শুরু এবং শেষ হওয়ার সময়, কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি।
পদের নাম | মোট পদের সংখ্যা |
ফ্লাইট স্টুয়ার্ড (পুরুষ) | ২৫ জন |
ফ্লাইট স্টুয়ার্ডেস (মহিলা) | ২৫ জন |
সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট | ৫ জন |
ফ্লাইট স্টুয়ার্ডেস (মহিলা), ফ্লাইট স্টুয়ার্ড (পুরুষ):
১) ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি অথবা সমমান। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ অথবা তৃতীয় বিভাগের সমমানের ফলাফল গ্রহণযোগ্য নয়।
২) এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ (৫.০ এর মধ্যে) থাকতে হবে। ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে।
৩) 'ও' লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে এবং 'এ' লেভেলে গড়ে যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম ”ডি” থাকতে হবে।
৪) উচ্চতা: সর্বনিম্ন ১৬৮ সে.মি. (পুরুষ) এবং সবর্ িনম্ন ১৬১ সে.মি. (নারী); ওজন উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ (বিএমআই: ১৮.৫-২৫.০)।
৫) সাঁতার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে; চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে প্রশিক্ষণকালে অবশ্যই সাঁতার শিখতে হবে।
৬) প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী, ইংরেজিতে পারদর্শী এবং অবিবাহিত হতে হবে।
৭) দৃষ্টি শক্তি ৬/৬ হতে হবে, চশমা গ্রহণযোগ্য নয়।
৮) কম্পিউটার বিষয়ক জ্ঞান অবশ্যই থাকতে হবে
৯) বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা/ ডিগ্রি অথবা অন্য কোন ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেইসব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/ বিশ্ববিদ্যালয়/ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্য‚কৃত সমমান সার্টিফিকেট (ঊয়ঁরাধষবহপব ঈবৎঃরভরপধঃব) অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।
১০) এঊউ ডিগ্রি গ্রহণযোগ্য নয়।
১১) নির্বাচিত প্রার্থীদেরকে ফ্লাইট ¯টয়ুার্ড / ফ্লাইট ¯টয়ুার্ডেস পদে নিয়োগের জন্য বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার (বিএটিসি) -এ ০৩ মাস মেয়াদি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে হবে।
* বর্ণিত পদে নিবার্ িচত প্রার্থীগণ প্রাথমিকভাবে ০৩ বছরের জন্য চুক্তিভিক্তিক নিয়োগপ্রাপ্ত হবেন। সন্তোষজনকভাবে ০৩ বছর চুক্তিভিত্তিক চাকুরি সম্পন্নকরণ সাপেক্ষে ০৩ বছর মেয়াদের সর্বোচ্চ ০৪ বার চাকুির নবায়ন করা যেতে পারে।
সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট :
১) যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে)। এসএসসি ও এইচএসসি পরীক্ষায়
প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে ২.৮ (৪ এর
মধ্যে) থাকতে হবে। ‘ও’ লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যে কোনো ২টি
বিষয়ে ন্য‚নতম ‘ডি’ থাকতে হবে।
অথবা, স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনে কমপক্ষে একটি পরীক্ষায় ১ম শ্রেণি বা বিভাগ থাকতে হবে, কোনো ৩য়
বিভাগ গ্রহণযোগ্য নয় (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে)।
২) অপারেটিং সিস্টেম এবং ইন্টারনেট ব্রাউজিংসহ কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে।
৩) বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অজির্ত শিক্ষা/ ডিগ্রি অথবা অন্য কোন ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ
নেই সেইসব ক্ষেত্রে এ দেশীয় সংশিষ্টø শিক্ষা বোর্ড/ বিশ্ববিদ্যালয়/ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক
ইস্য‚কৃত সমমান সার্টিফিকেট (ঊয়ঁরাধষবহপব ঈবৎঃরভরপধঃব) অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান
করতে হবে।
৪) জিইডি (এঊউ) ডিগ্রি গ্রহণযোগ্য নয়।
৫) উচ্চতা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৫’৬’’ এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৫’৪’’ থাকতে হবে।
৬) স্নাতক ডিগ্রি ও পরিচ্ছন্ন সার্ভিস রেকর্ডধারী সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত এনসিও/জেসিওদেরকে
অগ্রাধিকার প্রদান করা হবে।
৭) সাবলীলভাবে বাংলা এবং ইংরেজি বলা ও লেখার দক্ষতা থাকতে হবে।
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও করণীয় :
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://bbal.teletalk.com.bd/ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
খ. অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময়: ৩০-০৯-২০২৪ খ্রিঃ, সকাল ১০:০০টা।
গ. অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ২৯-১০-২০২৪ খ্রিঃ, বিকাল ০৫:০০টা। উক্ত সময়সীমার মধ্যে টংবৎ ওউ প্রাপ্ত প্রার্থীগণ ঙহষরহব -এ আবেদনপত্র ঝঁনসরঃ এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
ঘ. আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০প্রস্থ ৮০ ) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০প্রস্থ৩০০ ) স্ক্যান করে নির্ধারিত স্থানে upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে।
গ. আবেদনপত্রে পূরনকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
পরীক্ষার ফি প্রদান করার নিয়ম:
Online-এ আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে আবেদনপত্র দেওয়া USER ID ব্যবহার করে পরিক্ষার ফি প্রদান করতে হবে । প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো Teletalk Prepaid মোবাইল ফোন নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে ক্রমিক নং ১ এ বর্ণিত পদসমূহের আবেদন ফি অফেরতযোগ্য ১,১১৫/- (এক হাজার এক শত পনেরো টাকা), ক্রমিক নং ২ এ বর্ণিত পদের আবেদন ফি অফেরতযোগ্য ৩৩৫/- (তিনশত পঁয়ত্রিশ) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দেবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না”। অসম্পূর্ণ/ভুল তথ্য সংবলিত/ক্রটিপূর্ণ এবং চাকুরির বিজ্ঞপ্তিতে প্রকাশিত ন্যূনতম যোগ্যতার সাথে যেমন-বয়স, শিক্ষাগত যোগ্যতা, স্থায়ী ঠিকানা ইত্যাদি যে কোনো বিষয়ে অসামঞ্জস্যপূর্ণ তথ্য দ্বারা পূরণকৃত আবেদন নিয়োগের যে কোনো পর্যায়ে বাতিল করা হবে। এক্ষেত্রে প্রার্থীর কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।
Salary : 12,500/- to 38,400/- BDT
Vacancy : 55
Experince : No
Category : Government
Job Type : Full Time
Company : Biman Bangladesh Airlines Ltd (BBAL)
Location : Anywhere in Bangladesh
Deadline : 10/29/2024
Company Details : Biman Bangladesh Airlines Flight 060 was a scheduled international passenger flight from Dhaka Hazrat Shah Jalal International Airport, Bangladesh to Yangon International Airport, Myanmar. On May 8, 2019, the Bombardier Q400 aircraft skidded off the runway upon landing, breaking into three sections. There were no fatalities, but 18 of the 28 passengers on board including 5 crew members were injured: the aircraft was also declared a hull loss, making it the tenth hull loss of a Q400 aircraft.
Visit : https://www.biman-airlines.com/Genius Career Hub is a top job portal in Bangladesh, offering the latest job circular in BD across various industries. Stay updated with recent job opportunities and take the next step in your career effortlessly.
Important Links
© 2025 All Right reserved by Genius Career Hub